আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুরে নেসকোর সভায় মুজিববর্ষের লোগো, বিক্ষোভের মুখে সভা পন্ড

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, সকাল ০৭:৪৬

Advertisement Advertisement

 মমিনুল ইসলাম রিপন: রংপুরে প্রি-পেইড মিটার বিষয়ক সভায় মুজিববর্ষের লোগো ব্যবহার করায় বিক্ষোভের মুখে পন্ড হয়ে গেছে সভা। রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ‘সরকারী অর্থায়নে রাজশাহী ও রংপুর বিভাগে নেসকো'র আওতাধীন এলাকায় প্রি-পেমেন্ট মিটার স্থাপন'শীর্ষক প্রকল্পের আওতায় প্রি-পেইড মিটার স্থাপন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে নেসকো।

এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নাগরিক সমাজের প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

নেসকো'র পক্ষ থেকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের একটি স্লাইডে মুজিববর্ষের লোগে দেখতে পেয়েঅং শগ্রহণকারীরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং সভাবর্জন করে। এনিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরস মন্বয়কসহ নাগরিক সমাজ নেসকো'র কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তির দাবী জানিয়েছেন। 

এনিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। এদিকে ঘটনাটি তদন্তে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানিয়েছে জেলা প্রশাসক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, ২০২৪ এর গণঅভ্যত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অথচ এখনও তার দোসররা মুজিববাদ কায়েমের চেষ্টা করছে। আমরা জেনেছি ২০২২ সালে প্রি-পেইড মিটার কেনার বিষয়ে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। আমরা এগুলো জনসম্মুখে প্রকাশের দাবী জানাই। সেই সাথে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবী জানাচ্ছি। 

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. পলাশ কান্তি নাগ বলেন, প্রি-পেইড মিটার নিয়ে প্রেজেন্টেশনে বঙ্গবন্ধুর লোগো ব্যবহারের মাধ্যমেপ্রমাণিত হয় যে, নেসকোতে এখনও ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা ঘাপটিমেরে রয়েছে। আমরা এমন কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তাদের শাস্তির দাবী জানাই।

নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল বলেন, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা এবং আমি দুঃখ প্রকাশ করছি। এটা কিভাবে প্রেজেন্টেশনে আসলো তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, প্রেজেন্টেশনে মুজিববর্ষের লোগো ব্যবহার একেবারে অগ্রহণযোগ্য। আমরা সকলে একযোগে এর প্রতিবাদ করেছি। আমরা পত্রের মাধ্যমে উর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি অবহিত করবো। সেই সাথে প্রি-পেইড মিটার নিয়ে যে জনগণের মাঝে অসন্তষ্টি রয়েছে সেটিও জানানো হবে।

মন্তব্য করুন


Link copied