জাভেদ আহমেদ কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি রংপুর মহানগরীর খামারপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে জাভেদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে সিটি বাজারের সামনে গুলিবিদ্ধ আবু সাঈদ নামে একজন হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত জাভেদকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্দোলনে সরাসরি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে।