মমিনুল ইসলাম রিপন রংপুর।। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগ নেতা ও আইনজীবী এ্যাডভোকেট আলী আক্তার জাহাঙ্গীর হোসেন তুহিন (৫২)-কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর কেরামতিয়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
গ্রেফতারকৃত তুহিন রংপুর মহানগরের কেরানীপাড়া এলাকার (স্টাফ কোয়ার্টারের পশ্চিমে) বজলার রহমানের পুত্র। পেশায় তিনি রংপুর জজকোর্টের আইনজীবী।
রাজনৈতিকভাবে তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অর্থদাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
তুহিনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত দুটি মামলা (নং-০৯/২০২৫ ও নং-১২/২০২৪) এবং তাজহাট থানায় একটি মামলা (নং-১২/২০২৪) চলমান রয়েছে।
ওসি আতাউর রহমান বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্কিত পুরনো মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।