মমিনুল ইসলাম রিপন: রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া করে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার রয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আসাদগেট আড়ংয়ের পাশের গলি থেকে তাদের গ্রেফতার করা হয়।
রংপুরের গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার, সমাজকল্যাণ সম্পাদক মো. আশিকুর রহমান নয়ন, রংপুর পলিটেকনিক কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক মাহমুদ, রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক আলভী, রংপুরের বদরগঞ্জ এলাকার বাসিন্দা মুজাহিদুল।
গ্রেফতারকৃতরা গত বছরের ৫ আগস্টে আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন।