মমিনুল ইসলাম রিপন: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক মো: সামসুজ্জামান সামুর বিজয় সুনিশ্চিত করতে রংপুর সদর ও মহানগর এলাকার ওলামা মাশায়েখ, মসজিদের খতিব, ইমাম ও মাদ্রাসা শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নগরীর কাচারি বাজারস্থ জেলা মডেল মসজিদ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করে রংপুর সদর ও মহানগর এলাকার ওলামা মাশায়েখ খতিব, ইমাম ও মাদ্রাসা শিক্ষকবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন, রংপুর সদর -৩ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু। তিনি বলেন, তিনি রংপুরের সন্তান। এই রংপুরে তার শৈশব কৈশোর কেটেছে এবং যৌবন পেরিয়ে গেছে। রংপুরের সমস্যার সম্ভাবনা তিনি বোঝেন। কোথায় কি উন্নয়ন করতে হবে তার ধারণা তার আছে। রংপুরবাসীর ভালো-মন্দ সুখ-দুখে অতীতে ছিলেন, বর্তমানেও আছেন।
তিনি বলেন, আগামীতে তিনি বা তার দল বিএনপি বিজয়ী হলে রংপুরের উন্নয়নে নিজেকে সচেষ্ট রাখবেন। দীর্ঘ ৪২ বছর রংপুর উন্নয়ন বঞ্চিত। যারা রংপুরের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের জবাব দেওয়ার সময় এখন এসেছে। আগামীতে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করা গেলে একটি সমৃদ্ধ রংপুর গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি মনে করেন। এসময় তিনি বলেন, তার ঘোষিত সমৃদ্ধ রংপুর গড়তে এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে আলেম-ওলামা মশায়েখ, মসজিদের ইমাম খতিব মাদ্রাসার শিক্ষকদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হবে।
তিনি বলেন, একটি ইসলামী দল যারা ধর্মের নামে অপপ্রচার করছে, মানুষকে বিভ্রান্ত করছে। তাদের অতীতের রাজনীতি যেমন প্রশ্নবিদ্ধ ছিল, বর্তমানেও একই অবস্থা। এরা দেশের ভালো চায়না মানুষের ভালো চায়না। শুধু তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। তারা হাদিয়ার নামে চাঁদাবাজি করেছে। বিভিন্ন স্থানে দখল বাজি করেছে। জামাত ইসলামী নামক দলটি এদেশের চাঁদাবাজের মূলহোতা। অপকর্মের মূল হোতা। এদের প্রতিহত করতে হবে। এজন্য আলেম-ওলামা মাশায়েখ-মসজিদের ইমাম খতিব ও মাদ্রাসা শিক্ষকদের ঐক্যবদ্ধ হতে হবে। ইসলাম বিরোধী অপপ্রচার রুখে দিতে হবে। এ সময় তিনি আলেম-ওলামা মাশায়েখ, ইমাম খতিব ও মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মাওলানা ইনামুল হক মাজেদীর সভাপতিত্বে এবং ওলামা দল কেন্দ্রীয় সদস্য ও মহানগরের আহবায়ক ইঞ্জিনিয়ার মাওলানা জামাল উদ্দীন ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাও মাহবুবুর রহমান মাহবুব, সদস্য সচিব মাওলানা নুরুন নবী মিয়াজী, মহানগর ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা জাকিরুল ইসলাম, ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল কাদের, পালিচড়া খান চৌধুরী একরামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আমজাদ হোসেন, মহব্বত খা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন রাজা, জিয়াতপুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম, রাজুখা শাকের আলী মাদ্রাসা সুপার মাওলানা বদিউরজ্জামান, কেল্লাবন্দ মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো: আব্দুল্লাহ, সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব মৌলভী হাসানুর রহমান সজীব, মাওলানা জাকারিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইউনুস আলী ইমন, মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও মহানগর বিএনপির সদস্য জামিল খান, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির সহ রংপুর সদর ও মহানগর এলাকার ওলামা- মাশায়েখ, মসজিদের ইমাম খতিব, ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল ও কওমি,নূরানী, হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক আলেম ওলামা বৃন্দ উপস্থিত ছিলেন।