আর্কাইভ  শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫ ● ২২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
দেখুন কে কোন গ্রুপে

২০২৬ বিশ্বকাপে ৪৮ দল
দেখুন কে কোন গ্রুপে

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ১০ দশমিক ৫ ডিগ্রিতে

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ১০ দশমিক ৫ ডিগ্রিতে

ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স সিদ্ধান্ত বাতিল চেয়ে আবেদন

ব্রাকসু নির্বাচন
ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স সিদ্ধান্ত বাতিল চেয়ে আবেদন

খাঁচায় ফেরানো হলো মিরপুর চিড়িয়াখানার সিংহটিকে

খাঁচায় ফেরানো হলো মিরপুর চিড়িয়াখানার সিংহটিকে

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ১০ দশমিক ৫ ডিগ্রিতে

শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১৫

Advertisement

পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। আজ শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

টানা তিনদিন ধরে ১২ এর ঘরেই ছিল সর্বনিম্ন তাপমাত্রার পারদ। এর আগে, চলতি শীত মৌসুমে সর্বনিম্ন ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। তবে দুদিন ধরে অপরিবর্তিত ২৭ ডিগ্রিতেই রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। দিনের তাপমাত্রা ২৭ ডিগ্রি। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গত বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি রেকর্ড করা হচ্ছিল। চলতি মাসের মাঝামাঝি সময়ে এক বা দুইটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।’

স্থানীয়রা বলছেন, কয়েকদিন ধরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে এলাকা। তবে ভোরের দিকে সূর্য উদয়ের সাথে কমতে থাকে ঠান্ডার অনুভূতি।

আজ শনিবার সকালেও সূর্য উদয়ের সাথে রোদের কারনে ঠান্ডার অনুভূত কমতে থাকে। রোদের জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত স্বস্তি মিললেও বিকেলের পর থেকে আবারও শুরু হয় শীতের অনুভূতি। কনকনে শীত অনুভূত হয় পরদিন সকাল পর্যন্ত। এতে দুর্ভোগ দেখা দিয়েছে সকালে কাজের খোঁজে বের হওয়া কর্মজীবী মানুষের মাঝে। 

উপজেলা সদরের ডোকরোপাড়া এলাকার অটোরিকশা চালক জাকিরুল ইসলাম বলেন, ‘আজ একটু বেশিই ঠান্ডা মনে হচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত খুব ঠান্ডা লাগে। রাতে ঘন কুয়াশাচ্ছন্ন থাকে এলাকা। রাত থেকে পরদিন সকালের দিকে বেশ শীত অনুভূত হয়। তবে সূর্য ওঠার পর ঠান্ডার অনুভূতি কমে যায়।’

মন্তব্য করুন


Link copied