রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ পার্বতীপুর ও নির্বাচনী এলাকায় বিএনপি’র মনোনয়ন পরিবর্তনের দাবীতে দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবাদ সভা করেছে।
শুক্রবার বিকেল (৫ ডিসেম্বর) ৫টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। প্রতিবাদ সভায় উপজেলার ১০ ইউনিয়ন ও পৌর সভার ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারন সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক আকরাম হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো: আতিকুর রহমান স্বপন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ প্রমুখ।
প্রতিবাদ সভায়, পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক বলেন, এই আসনে যাকে প্রাথমিক ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি দলের দু:সময়ে ছিলেন না। তিনি তো ইউনিয়ন পর্যায়ে কে সভাপতি, কে সাধারন সম্পাদক চিনেন না। এমনকি বলতে পারবেন না। ৫ আগষ্টের পর এলাকায় আসলো, পেয়ে গেলেন মনোনয়ন। একটা সময় বিএনপির লোক খুজে পাওয়া যেত না। হাতে গোনা ছিল চার থেকে পাঁচ জন। আমি ৩০ টা বছর ধরে তিল তিল করে আজকের এই বিএনপি গড়েছি।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পার্বতীপুর-ফুলবাড়ী (দিনাজপুর-৫) এই আসনে প্রাথমিক ভাবে মনোনিত একেএম কামরুজ্জামান নাম ঘোষনার পর থেকে প্রতিবাদের ঝড় বইছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আগামীকাল শনিবার (৬ ডিসেম্বর) আবারও প্রতিবাদ সভার ডাক দিয়েছে পার্বতীপুর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।