আর্কাইভ  রবিবার ● ২ নভেম্বর ২০২৫ ● ১৮ কার্তিক ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২ নভেম্বর ২০২৫
কিছু দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে

রংপুরে জাপা মহাসচিব
কিছু দল ঐকমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে

ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে

লালমনিরহাটে ধর্ম উপদেষ্টা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে

রংপুরে হিমাগাড়ে ডাকাতদলের হামলা, হাত-পা বেঁধে টাকা-সামগ্রী লুট

রংপুরে হিমাগাড়ে ডাকাতদলের হামলা, হাত-পা বেঁধে টাকা-সামগ্রী লুট

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে যুবককে ‘পিটিয়ে হত্যা’

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, রাত ১০:২৮

Advertisement

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে সোহেল মিয়া (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত সোহেল মিয়া পূর্ব বড়বালা গ্রামের বাসিন্দা। তাঁর এক বছর ও তিন বছর বয়সী দুই শিশুসন্তান রয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বড়বালা ইউনিয়নের গ্রাম পুলিশ মনারুল ইসলাম মোটরসাইকেল চুরির ঘটনায় খোঁজ নেওয়ার জন্য সোহেল মিয়াকে ডেকে স্থানীয় ছড়ান বাজারে নিয়ে যান। সেখান থেকে কয়েকজন যুবক তাঁকে মোটরসাইকেলে তুলে মিলনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলামের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাঁকে আটক রেখে মারধর করা হয় বলে দাবি নিহতের বাবা আজাদুল হকের।

আজাদুল হক বলেন, ‘গত বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় সোহেলকে আমার হাতে তুলে দেন ইউপি সদস্য আশরাফুল ইসলাম। এর আগে স্ট্যাম্পে স্বাক্ষরও নেন। বাড়িতে আনার পথেই সোহেলের মৃত্যু হয়।’

জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘আমার জামাতার মোটরসাইকেল চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোহেলকে ডেকে আনা হয়েছিল। সুস্থ অবস্থায় তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পরবর্তী সময়ে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা আমার জানা নেই।’

এ বিষয়ে মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বলেন, সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন


Link copied