আর্কাইভ  শনিবার ● ২২ নভেম্বর ২০২৫ ● ৮ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা

রাজারহাটে অসম প্রেমের জেরে বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

সোমবার, ২৮ জুলাই ২০২৫, রাত ১০:২০

Advertisement

কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় অসম প্রেমের জেরে এক বৃদ্ধা নারীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রেমিকের শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই মৃত্যু হয়েছে ওই নারীর। পুলিশ সন্দেহভাজন প্রেমিক মিথুন রায়কে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি বাঙ্গালপাড়া গ্রামের মৃত নুরুল হকের বিধবা স্ত্রী রোকেয়া বেগম (৬২) ও পার্শ্ববর্তী ছত্রজিৎ গ্রামের জয়ন্ত রায়ের ছেলে মিথুন রায় (১৯) এর মধ্যে প্রায় এক বছর ধরে পরকীয়াজনিত সম্পর্ক চলছিল।

তিন মাস আগে এ নিয়ে এলাকায় সালিশও হয়েছিল। এরপরও তাঁদের সম্পর্ক চালু ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

গত শনিবার রাতে মিথুন রায় ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন রোকেয়া বেগমকে। তবে তিনি রাজি না হওয়ায় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রোকেয়া বেগম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে দাবি এলাকাবাসীর।

পরদিন রোববার সকালে অসুস্থ অবস্থায় তাঁকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রবিবার রাতে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে শনিবার রাতেই মিথুন রায়কে রোকেয়া বেগমের ঘর থেকে আটক করে স্থানীয় ইউপি সদস্য আব্দুস ছালামের জিম্মায় রাখা হয়। পরে সোমবার সকালে বৃদ্ধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁকে রাজারহাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন বলেন, “তাদের মধ্যে সম্পর্ক ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মিথুন রায়কে আদালতে সোপর্দ করা হয়েছে।”

এ ঘটনা ঘিরে পুরো এলাকায় চলছে তীব্র আলোড়ন ও নানা গুঞ্জন।

মন্তব্য করুন


Link copied