আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

রাবির চারুকলা শিক্ষার্থীদের অর্ধলাখ টাকার যন্ত্রপাতি চুরি

শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২, রাত ১০:১৮

Advertisement Advertisement

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের শিক্ষার্থীদের গ্রান্ডার, ড্রিল, ডিস্কোসহ অর্ধলাখ টাকার ১৬টি ব্যবহারিক যন্ত্রপাতি চুরি হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাড়ে ৯টায় ওই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে দেখেন শিল্পাচার্য জয়নুল আবেদীন ভবনের অন্তর্ভুক্ত ব্যবহারিক কক্ষের দরজার তালা ভাঙা এবং ভেতরের যন্ত্রপাতি উধাও।

ভুক্তভোগীরা কারুশিল্পের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদের মাস্টার্সের ফাইনাল চলছে।

শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবারের পরীক্ষার পর শনিবার (২৪ ডিসেম্বর) সকালে 'উডকলাজ' ব্যবহারিক পরীক্ষা দিতে আসেন। পরে তারা ব্যবহারিক রুমে ঢুকে দেখতে পায় তাদের ব্যবহারিক যন্ত্রপাতি উধাও। এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে ড্রিল মেশিন ২টি, জিস্কো মেশিন ৬টি, গ্রান্ডার মেশিন ৮টি। এছাড়া ৭টি হাতুড়ি ও ৭টি গ্যাসের ছোট স্প্রে-মেশিনও রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রহরীরা বুঝতে পারেন রুমের তালা ভাঙা। তারা বিভাগের শিক্ষকদের জানালেও আমাদের জানায়নি। আজ আমরা পরীক্ষা দিতে এসে দেখি আমাদের যন্ত্রপাতিগুলো নেই।

এ ঘটনায় নিরাপত্তা প্রহরীরা একে অপরকে দোষারোপ করছেন। জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলাউদ্দিন আলাল, দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সুকুর আলী, রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত জামিল ইরফান ও নুর ইসলাম পাহারার দায়িত্বে থাকেন।

শুক্রবার সুকুর আলী দায়িত্ব পালনকালে দুপুর ৩টার দিকে দরজার তালা ভাঙা দেখতে পান। পরে তিনি সকালের প্রহরী ও শিক্ষকদের বিষয়টি জানান।

এ বিষয়ে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএনএম নুরুল মোদ্দাসের চৌধুরী বলেন, পরীক্ষা যথারীতি চলবে। বিভাগের পক্ষ থেকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিভাগ এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিবে। এছাড়াও নিরাপত্তা রক্ষার দায়িত্বে যেসব প্রহরীরা রয়েছেন তাদের অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

মন্তব্য করুন


Link copied