আর্কাইভ  শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫ ● ২৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
রংপুরে এ্যানথ্রাক্স রোগের ভয়াবহতা, ২ জনের মৃত্যু

রংপুরে এ্যানথ্রাক্স রোগের ভয়াবহতা, ২ জনের মৃত্যু

হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী

ফিনান্সিয়াল টাইমসের ডকুমেন্টারি
হাসিনার আমলে কোটি কোটি ডলার পাচারের কাহিনী

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে নির্বাচন: প্রেস সচিব

১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে নির্বাচন: প্রেস সচিব

রংপুর সিটিতে ১০ হাজার সড়কবাতি অকেজো, বাড়ছে চুরি ও ছিনতাই

রংপুর সিটিতে ১০ হাজার সড়কবাতি অকেজো, বাড়ছে চুরি ও ছিনতাই

রিজিক বৃদ্ধির জন্য যে ৪ আমল করবেন

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ০২:৫৩

Advertisement

নিউজ ডেস্ক: দুনিয়ার ক্ষণস্থায়ী সফরে সুস্থ-স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য রিজিকের গুরুত্ব অপরিসীম। খোদ মহান রাব্বুল আলামিনও উত্তম বা হালাল উপায়ে রিজিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর যখন নামাজ শেষ হয়ে যাবে, তখন জমিনে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাক, যাতে তোমরা সাফল্য লাভ করতে পার।’ (সুরা জুমা, আয়াত: ১০)

এ ক্ষেত্রে বিভিন্ন বর্ণনায় উত্তম রিজিক ও এর বরকত চেয়ে দোয়ার কথাও এসেছে। খোদ নবীজিও (সা.) রিজিকে বরকত চেয়ে দোয়া করতেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, একবার এক ব্যক্তি বললো- ইয়া রাসুলুল্লাহ (সা.)। আজ রাতে আমি আপনার দোয়া শুনেছি। আমি তা থেকে যা মনে রাখতে পেরেছি তা এই যে, আপনি বলেছেন- ‘হে আল্লাহ! আমার গুনাহ মাফ করে দাও, আমার ঘর প্রশস্ত করো এবং তুমি আমাকে যে রিজিক দিয়েছ তাতে বরকত দান করো’। পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে করো যে, এ দোয়ায় কিছু বাদ গেছে। (সুনান আত তিরমিজি, হাদিস: ৩৫০০)

তবে কিছু আমল রয়েছে, যা করলে রিজিকে বরকত লাভ হয়। কুরআন ও হাদিসে এ বিষয়ে নির্দেশনা পাওয়া যায়। এরমধ্যে ৪টি আমলের কথা নিচে তুলে ধরা হলো, যেগুলো করলে রিজিকে বরকত লাভ হয়।

ওয়াক্তমতো নামাজ আদায় করা

পাঁচ ওয়াক্ত নামাজ অন্যতম ফরজ ইবাদত। পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই সালাত (নামাজ) মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা, আয়াত: ১০৩)

এ ক্ষেত্রে যথাসময়ে সালাত আদায় করা খোদ মহান আল্লাহর কাছেও অধিক প্রিয় আমল। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বলেন, আমি রাসুল (সা.) কে জিজ্ঞাসা করলাম, কোন আমল আল্লাহর নিকট অধিক প্রিয়? তিনি (নবীজি সা.) বললেন, যথাসময়ে সালাত আদায় করা। ইবনু মাসঊদ (রা.) পুনরায় জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? তিনি বললেন, এরপর পিতা-মাতার প্রতি সদ্ব্যবহার। ইবনু মাসঊদ (রা.) আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? রাসুল (সা.) বললেন, এরপর আল্লাহর পথে জিহাদ বা জিহাদ ফী সাবিলিল্লাহ্। (সহিহ বুখারি, হাদিস: ৫০২)

অন্যদিকে নামাজের সঙ্গে রিজিকের সংশ্লিষ্টতার কথা পবিত্র কুরআনেও এসেছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমার পরিবার-পরিজনকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তার ওপর অবিচল থাক। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। আমিই তোমাকে রিজিক দেই। আর শুভ পরিণাম তো মুত্তাকীদের জন্য।’ (সুরা ত্বহা, আয়াত: ১৩২)

মহান রবের শুকরিয়া আদায় করা

রিজিকে বরকত লাভের অন্যতম একটি উপায় হলো মহান রবের শুকরিয়া আদায় করা। কারণ, তিনিই রিজিকের মালিক। বান্দা শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন।

পবিত্র কুরআনে খোদ মহান রব ইরশাদ করেছেন, ‘যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের (নেয়ামত) বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন।’ (সুরা ইব্রাহিম, আয়াত: ৭)

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা

রিজিক বৃদ্ধির ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্কেরও ভূমিকা রয়েছে। কারণ, আত্মীয়তা রক্ষা করলে রিজিকে বরকত লাভ হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি- যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। (সহিহ বুখারি, হাদিস: ৫৫৫৯)

নিয়মিত ইস্তিগফার পড়া

রিজিকে বরকত লাভের সহজ একটি আমল হলো নিয়মিত ইস্তিগফার পড়া। ইব্‌ন আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন- যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পাঠ করে, আল্লাহ তা’য়ালা তাকে সব ধরনের বিপদ-আপদ থেকে মুক্ত করবেন এবং সব রকম দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন এবং তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন, যা সে কল্পনাও করতে পারে না। (সুনান আবু দাউদ, হাদিস: ১৫১৮)

মন্তব্য করুন


Link copied