বৈশাখের আমেজের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে গানটির ভিডিও। যেখানে বৈশাখী আবহে সেজে নেচেছেন গায়িকা দোলা। সঙ্গে আছেন সাজ্জাদ চৌধুরী, ইশরাত জাহান, মুকুল জামিল প্রমুখ। ভিডিওটি পরিচালনা করেছেন এমএইচ রিজভী।
দোলা বলেন, দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি। তাই তাদের ভালো মানের গান দিয়েই তৃপ্ত করতে চাই। এজন্য অনেকের মতো আমি প্রতিনিয়ত গান প্রকাশ করি না। ভেবেচিন্তে আস্তে-ধীরে গান করি। যাতে প্রতিটি গান সমান যত্ন নিয়ে করতে পারি। এই গানটির জন্য আরটিভি মিউজিককে ধন্যবাদ। তারা আমার আর্টকে নিজেদের প্ল্যাটফর্মে প্রচারের সুযোগ দিচ্ছেন।
দোলা আরও বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। সে উৎসবকে সামনে রেখেই আমি গানটির কথা ও সুর করেছি। গায়কীতেও বৈশাখের আমেজ আনার চেষ্টা করেছি। সব মিলিয়ে এবারের পহেলা বৈশাখে এটি আমার ভক্ত-শুভাকাঙক্ষীদের জন্য বিশেষ উপহার।