স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ জেলার জলঢাকা উপজেলার শৌলমারী এলাকায় বৃহস্পতিবার(৩০ মে) ভোর সারে ৬টায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প। এসময় তাদের কাছ হতে ৮৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব ১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ী হলো শৌলমারী এলাকার মফেল উদ্দিনের দুই ছেলে জিয়ারুল হক(৩৩) ও হাসানুর রহমান (২১) এবং ছাবেদুল ইসলামের ছেলে আব্দুল মালেক(২০)। আসামীদের বিরুদ্ধে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু পূর্বক আসামীদের হস্তান্তর করা হয়েছে।
সুত্র মতে, গোপন সংবাদেরর ভিত্তিতে আসামী জিয়ারুল হক এর বসতবাড়ীর পূর্বদিকের আধা পাঁকা বসত ঘরের ভেতরের মাটির নিচ থেকে ৮৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জলঢাকা থানার ওসি নজরুল ইসলাম মজুমদার জানান, দুপুর আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়।