আর্কাইভ  বুধবার ● ২০ আগস্ট ২০২৫ ● ৫ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২০ আগস্ট ২০২৫
দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

দুদকের মামলায় সাজার হার কমছে, বাড়ছে খালাস

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

ফেব্রুয়ারির ভোটে সংশয় দেখছে না বিএনপি

নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

হাসিনার সাড়ে ১৫ বছরে ঋণ কেলেঙ্কারি-পাচার
নজিরবিহীন লুটপাট ‘ভঙ্গুর’ ব্যাংক খাত

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনের আড়ালে সমন্বয়কদের চাকুরি!

শেখ হাসিনা সরকারের পতন: রংপুরে শান্ত পরিস্থিতি

মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪, বিকাল ০৭:১৯

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: কোটা সংস্কারের চলমান আন্দোলন, কারফিউ উঠে যাওয়া এবংপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর দিন মঙ্গলবাররংপুর মহানগরীসহ জেলার পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।

বিএনপির অঙ্গ সংগঠন নগরীতে আনন্দ মিছিল করেছে।

জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ছাত্র শিবির তাদের অফিস উদ্বোধন করেছেন। গণ অধিকার পরিষদ নগরীসহ জেলার বিভিন্নস্থানে মোটর সাইকেল র‍্যালী করেছে। নগরীর গুরুত্বপূর্ণ

মোড়ে মোড়ে ছাত্ররা অবস্থান নিয়ে যানজট নিরসনে কাজ করেন।

সহিংসতার ঘটনায় একদিনের শতাধিক বন্দি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছে।

এদিকে সোমবার রাতে রংপুর আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। মহানগর আওয়ামী লীগেরকার্যালয় দখল করে নিয়েছেন এক ব্যবসায়ী। গত সোমবার ও

মঙ্গলবার রংপুরের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকোথাও দেখা যায়নি। তারা বাড়িতেও অবস্থান করছেন না।

তাদের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। তারা কোথায় রয়েছে কেউ জানে না। এমন পরিস্থিতিতে রংপুর মহানগরী ও জেলায় সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। বিএনপিসহ বিভিন্ন রাজৈননিক দল ও ছাত্রসহ স্থানীয়রা সংখ্যালঘুদের নিরাপত্তায় মাঠে

পাহারায় রয়েছে বলে জানাগেছে।

মঙ্গলবার খোঁজ নিয়ে জানাগেছে, মঙ্গলবার রংপুর নগরীসহজেলাজুড়ে শান্ত পরিস্থিতি ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনারখবর পাওয়া যায়নি সকাল থেকে নগরীর বিভিন্নস্থানেসেনাবাহিনীর টহল দেখা গেছে। ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেওক্রেতার সংখ্যা ছিল একেবারে কম। তবে নগরীতে রিকশা এবংআটো রিকশার দাপট ছিল। অফিস আদালত খোলা থাকলেওলোকজনের উপস্থিতি ছিল একেবারে কম । রংপুরের জেলা

প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, আমি নিজে অফিসকরছি।

এদিকে রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যালয় দখল নিয়েছেএক ব্যবসায়ী। ১৫ বছর পরে নগরীর শাপলা চত্বরে জামায়াতেইসলামির অফিস খুলেছে। সংখ্যালঘুদের দুই একটি মন্দিরেইটপাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেলেও জেলার সব মন্দিরেরনিরাপত্তা দিচ্ছেন বিএনপিসহ বিভিন্ন দল ও ছাত্রসহ স্থানীয়রা।

মন্তব্য করুন


Link copied