আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক বৃহস্পতিবার

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, রাত ১২:৪৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: দ্বিতীয়বারের মতো সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক হতে যাচ্ছে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায়।

সচিবালয়ের নবনির্মিত ২০তলা ভবনে (১ নম্বর ভবনে) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ সূত্র জানায়, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্দেশনা দিতে পারেন ড. ইউনূস।
এর আগে, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনা জারি করেছে।  

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, এ সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারীকে সকাল ৯টার আগে ১ ও ২ নম্বর গেট ব্যবহার করে আবশ্যিকভাবে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

নবনির্মিত ২০তলা ভবনে (১ নম্বর ভবন) অফিস কার্যক্রম পরিচালনাকারী মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীরা ৯টার আগেই অফিসে উপস্থিত থাকবেন।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো গাড়ি এবং উপদেষ্টা ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি নবনির্মিত ২০তলা ভবনের (১ নম্বর ভবন) বেজমেন্ট পার্কিং ও ভবনের সামনের রাস্তায় বা আশে-পাশে পার্ক করা যাবে না।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিব ও আমন্ত্রিত অন্যান্য ‘কর্মকর্তাগণকে ৫ নম্বর গেট ব্যবহার করে প্রয়োজনীয় নিরাপত্তা পাসসহ আবশ্যিকভাবে সকাল ১০টার পূর্বেই মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করার অনুরোধ করা হলো।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টাদের ও সিনিয়র সচিব/সচিবদের গাড়ি ১ নম্বর ভবনের সামনে ড্রপ দিয়ে স্ব স্ব মন্ত্রণালয়ে পার্কিং এ অবস্থান করবে।

সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারীকে পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো।

প্রধান উপদেষ্টা সচিবালয়ে অবস্থানকালে ১ নম্বর ভবনের সব কর্মকর্তা/কর্মচারীকে অফিস কক্ষে অবস্থান করার অনুরোধ করা হলো।

সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবদের গানম্যান সচিবালয়ে প্রবেশ করবেন না।

মন্তব্য করুন


Link copied