আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

সিস্টেম একই রয়ে গেছে শুধু মানুষ পাল্টায় গেছে- নাহিদ ইসলাম

শনিবার, ৫ জুলাই ২০২৫, রাত ০৮:০৬

Advertisement Advertisement

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে; দূণীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস দিয়ে আমাদের এই সমাজ ভরে গিয়েছে। এখন আর এক গ্রুপ চাঁদাবাজি করতেছে। সিস্টেম একই রয়ে গেছে শুধু মানুষ পাল্টায় গেছে। আমরা বলছি গণঅভ্যুত্থানে যে মানুষ পাল্টাইলে হবে না। সিস্টেম পাল্টাইতে হবে। ফলে সিস্টেম পাল্টানোর লাড়াই জাতীয় নাগরিক পাটির লাড়াই। দিনাজপুর ফুলবাড়ীতে জুলাই পদযাত্রা ও সংক্ষিপ্ত পথসভায় এমন কথা বলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিনাঞ্চল মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন,স্বৈরাচার শেখ হাসিনা বলতো ৭ মিনিটে রাস্তা ক্লিয়ার করে ফেলবে আবার এক বছর ঘুরতে না ঘুরতে আমরা দেখতে পাচ্ছি অন্য একটা রাজনৈতিক দল বাবার হুংকার দিচ্ছে ৩০ মিনিটের মধ্যে না কি আমাদের রাস্তা থেকে ক্লিয়ার করে ফেলবে। আরে কারে মুত্যুর ভয় দেখান এই হাসনাতরা,এই নাহিদরা, এই সার্জিসরা যারা ৭ মিটিটের ভয় দেখাতো তাদেরকে সীমান্তে ঐপারে পাঠিয়ে দিয়েছে। আরো স্পষ্ট করে বলতে চাই আমরা শহিদ হতে রাস্তায় এসেছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়েন না। যারা ৭ মিনিট বলেছিলেন তারা সীমান্তের ওপারে পালাতে সুযোগ পেয়ে ছিলো। আপনারা পালানোর সুযোগটাও পাবেন না।

গত শুক্রবার রাত ১০টায় দিনাজপুরের ফুলবাড়ী নিমতলা মোড়ে ফুলবাড়ী এনসিপি‘র আয়োজনে পথসভায় এমন বক্তব্য রাখেন তিনি। এ সময় দলটির সহ সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের  মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied