আর্কাইভ  মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ● ৩০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

যুদ্ধের দামামা
বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

সিয়ামের হাতে চড় খেয়ে গাল কেটে গেছে সুনেরাহর

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২, বিকাল ০৫:৫০

Advertisement

বুধবার রাজধানীর আর্মি স্ট্রেডিয়ামে 'তারুণ্যের বাংলাদেশ কনসার্ট' গাইছিলেন জেমস। সেই কনসার্টোর দর্শক সাড়িতে ঘটল এলাহি কাণ্ড। নায়ক সিয়াম আহমেদ কনসার্ট উপভোগের সময় হুট করেই এক তরুণী এসে চুম্বন করে বসেন। এমন কাণ্ডের পর সিয়ামও বসে থাকেননি। কষে চড় মারেন ওই তরুণীকে। ধাক্কা দিয়ে দূরেও ঠেলেন।

চড় খেয়ে চুপসে যান ওই তরুণী। কিছু না বলেই মুখ ঢেকে স্থান ত্যাগ করেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ওই ঘটনার একটি ভিডিও ক্লিপস। রীতিমত ভাইরাল।

ভিডিওর ওই তরুণীকে অনেকেই চিনেন। অনেকেই নাও চিনতে পারেন। তিনি আসলে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সুনেরাহকে ধুয়ে দিচ্ছেন অনেকেই। সিয়ামের সঙ্গে তিনি কেনো এমনটি করলেন? এ প্রশ্নও করছেন কেউ কেউ। বিবাহিত একজন নায়ককে প্রকাশ্যে চুমু দিতে যাবেন কেনো? থাপ্পর দিয়ে সিয়াম উচিত শিক্ষা দিয়েছেন- এমনটিও বলছেন কেউ কেউ।

মূল ঘটনা জানতেই যোগাযোগ করা হয় সুনেরাহ বিনতে কামালের সঙ্গে। তিনি জানালেন, সিয়ামের হাতের ও্ইদিনের চড় খেয়ে বেশ ব্যাথা পেয়েছেন। গালও কেটে গেছে কিছুটা। তবে কাউকে ভুল বুঝতে বারণ করেছেন এই নায়িকা। জানিয়েছেন এটি একটি ছবির শুটিংয়ের দৃশ্য।

জানা গেছে ছবিটির নাম 'অন্তর্জাল'। সাইবার ওয়ার্ল্ড নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। যে ছবিতে সিয়ামের বিপরীতে রোবটপ্রেমী প্রিয়ম নামের একটি চরিত্রে অভিনয় করছেন সুনেরাহ।

ছবিটিতে কনসার্ট চলাকালীন সময়ে ঘটে যাওয়া ওই ঘটনার মতো একটি দৃশ্যে রয়েছে। কাকতালীয়ভাবে বুধবারের কনসার্ট পেয়ে যান অন্তর্জাল পরিচালক দীপংকর দীপন। তাই আয়োজক কমিটির অনুমতি নিয়েই সেখানে ওই দৃশ্যের শুটিং করা হয়। 

সুনেরাহ বলেন, 'বিষয়টি খোলাসা করতে চাইনি। কিন্তু ভিডিওটি কে বা কারা যেনো ছড়িয়ে দেয় ফেসবুকে। এরপরই ভাইরাল হয়ে যায়। ভিডিও দেখার পর আমাকে সবাই যে যার মত বুলিং করছেন। কিছু না বোঝেই নানাভাবে নিজের মতো করে ঘটনা বানিয়ে বলছেন। তাই এখন খোলাসা করতে হলো।'

আইসিটি ডিভিশনের উদ্যোগে স্পেলবাউন্ড লিও বার্নেটের সহযোগিতায় ও মোশন পিপলের প্রযোজনায় অন্তর্জাল সিনেমা। এতে এতে মূল চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম, এ বি এম সুমন ও সুনেরাহ বিনতে কামালসহ অনেকেই। ছবিটির নতুন বছরের কোনো এক বড় উৎসবে মুক্তির কথা রয়েছে। 

মন্তব্য করুন


Link copied