আর্কাইভ  বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫ ● ১০ পৌষ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
৮ম শ্রেণির ৬৭ শতাংশ বই প্রস্তুত হয়নি, প্রাথমিকের শতভাগ সরবরাহ

মাধ্যমিক বিদ্যালয়
৮ম শ্রেণির ৬৭ শতাংশ বই প্রস্তুত হয়নি, প্রাথমিকের শতভাগ সরবরাহ

দিনাজপুর-সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

দিনাজপুর-সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

গ্রেফতারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

গ্রেফতারের পর আতাউর রহমান বিক্রমপুরী কারাগারে

ঋণখেলাপিই থাকছেন মান্না, অংশ নিতে পারবেন না নির্বাচনে

ঋণখেলাপিই থাকছেন মান্না, অংশ নিতে পারবেন না নির্বাচনে

প্রেমের প্রস্তাবে যুবককে স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলেন ঐশী

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ০৪:২৫

Advertisement

নিউজ ডেস্ক: পর্দায় শান্ত ও লাবণ্যময়ী রূপে দেখা গেলেও, বাস্তব জীবনের এক ঘটনায় চমকে গেছেন জান্নাতুল ফেরদৌস ঐশীর ভক্তরা। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিজের স্কুলজীবনের স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের উত্তরে যা ঘটেছিল, তা ছিল অভাবনীয়।

ঐশীর কথায়, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের থেকে বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম।’
 
ঘটনাটি শুনে অনুষ্ঠানের সঞ্চালক অবাক হয়ে জানতে চান, ঠিক কেন বা কোন পরিস্থিতিতে ঐশী এমন মারমুখী হয়ে উঠেছিলেন। উত্তরে ঐশী হেসে জানান, তখন তিনি অনেক ছোট ছিলেন এবং বিষয়টি বোঝার মতো পরিপক্বতা তার ছিল না।

স্মৃতিচারণা করতে গিয়ে ঐশী কিছুটা লজ্জিত হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে সেই তরুণের কাছে ক্ষমাও চান।

তিনি বলেন, ‘স্যরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম স্যরি। আমি এখন তাকে উদ্দেশ করেই বলছি।’

স্কুলজীবনের এই মজার এবং কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় ঐশীকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়।

বর্তমানে ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ত এই অভিনেত্রী নিজের কাজ নিয়ে নিয়মিত ছোট ও বড় পর্দায় সরব রয়েছেন।

এদিকে জান্নাতুল ফেরদৌস ঐশীকে সবশেষ দেখা গেছে রায়হান রাফী নির্মিত ‘নূর’ সিনেমায়। যেটি চলতি মাসেই মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। একই নায়কের বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ সিনেমাতেও দেখা গেছে এই নায়িকাকে।

মন্তব্য করুন


Link copied