আর্কাইভ  মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫ ● ২৫ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা; অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা; অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

থানায় এজাহার দায়ের
রংপুরে হত্যাকাণ্ডের শিকার বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তারিখ স্থগিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের তারিখ স্থগিত

যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

যে শর্ত পূরণ না হলে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ

সৈয়দপুরে জামাইয়ের গলাকাটা মরদেহ উদ্ধার॥ শাশুড়ি সহ ৪ জন আটক

বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, সকাল ০৯:৪৩

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে আলমগীর হোসেন আঙ্গী (৩০) নামক এক জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৮ মে) সন্ধ্যায় সৈয়দপুর পৌরসভার উত্তরা আবাসন এলাকার ২৪/এ ব্লক নম্বরের নিহতের শ্বশুড় বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়ী আবেদা খাতুন হাজিয়ানি, রুবেল, জুলফিকার সহ ৪ জনকে আটক করে থানায় নিয়েছে। নিহত আলমগীর বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে ও পেশায় একজন ইজিবাইক চালক।  
জানা যায়, প্রায় দশ বছর পূর্বে একই এলাকার নজরুল ইসলামের মেয়ে উত্তরা ইপিজেডের শ্রমিক আতিকা পারভীনের সাথে প্রেমের সর্ম্পকে আলমগীর হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সে শ্বশুড়বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করে আসছিল। তাদের বিবাহিত জীবনে এক ছেলে ও এক মেয়ে সন্তার রয়েছে। ঘটনার দিন নিহত আলমগীর প্রতিবেশির বাড়িতে দাওয়াত খেয়ে ইজিবাইক চালাতে চলে যায়। অসুস্থ্য বোধ করায় বিকার আনুমানিক সাড়ে ৪টার দিকে সে বাড়ি ফিরে আসে। সে সময় তার স্ত্রী কর্মস্থান উত্তরা ইপিজেডে অবস্থান করছিল। পরে তার শাশুড়ি ঘরের বিছানায় জামাইয়ের গলাকাটা ও রক্তমাখা দেহ দেখে চিৎকার করলে এলাকাবাসী রুবেল, জুলফিকার ছুটে এসে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্ত্রী আতিকা পারভীন বলেন, বেশ কয়েকদিন ধরে স্বামী আলমগীর ঘুমের ঘোরে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। এ ঘটনাটি আত্মহত্যা বলে তিনি মনে করেন।
তবে নিহতের বড় ভাই আতিকুল ইসলাম এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ীসহ ৪ জনকে থানায় নেয়া হয়েছে। 

মন্তব্য করুন


Link copied