আর্কাইভ  সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪ ● ২৫ ভাদ্র ১৪৩১
আর্কাইভ   সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ       গণঅভ্যুত্থানে নিহত ৬৩১, আহত ১৯২০০       ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ এর গুলিতে কিশোরের মৃত্যু        জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য তার ব্যক্তিগত -রংপুরে জামায়াত সেক্রেটারী       শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা      

 width=
 

সৈয়দপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টারের ৬০ হাজার টাকা জরিমানা

সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ০৭:২৯

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলার দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়। সোমবার(১১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে সৈয়দপুর শহরের সেন্টাল ল্যাবকে ৪০ হাজার টাকা ও সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজাহারুল ইসলাম। 
জানা যায়, অভিযোগের ভিত্তিতে সোমবার সৈয়দপুর উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবে অভিযান শুরু করে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় সৈয়দপুর প্লাজা মার্কেটে সেন্টাল ল্যাবের বিভিন্ন ধরনের এক্স-রে রির্পোট সরকারি দামের পরিবর্তে অতিরিক্ত টাকা আদায় এবং অভিজ্ঞ টেকনিশিয়ান না থাকায় ৫২ ধারায় ৪০ হাজার টাকা ও সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন পরীক্ষার রির্পোটের অতিরিক্ত ফি আদায়ের দায়ে ৪০ ধারায় ২০ টাকা জরিমানা করা হয়। 
অভিযানের সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম, নিরাপদ খাদ্য অফিসার জয় চন্দ্র রায়, সৈয়দপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার ও সৈয়দপুর থানার পুলিশগণ। 

মন্তব্য করুন


 

Link copied