আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদল নেতার বাড়ির গেটে পেট্রোল বোমা উদ্ধার

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, রাত ১১:১৩

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবকদলের এক নেতার বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহ¯পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব হাজীপাড়ার আরিফ শাহ রনির বাড়ি থেকে পাওয়া যায়। তিনি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের তেজগাঁও ২৬ নম্বর ওয়ার্ডের সদস্য।ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসেছিলেন এবং ঘটনার দিন বৃহ¯পতিবার তার ঢাকায় ফেরার কথা ছিল।
ঘটনার বিবরণে আরিফ শাহ রনি সাংবাদিকদের জানান, সকাল বেলায় তার মা বাড়ির সামনে টিনের বেড়ার ভেতরের বাঁশের খুঁটির সাথে ঝুলানো একটি লাল-সাদা রঙের পলিথিন ব্যাগ দেখতে পান। সন্দেহবশত তিনি ব্যাগটি ছেলেকে দেখালে তাতে দেখা যায়, পাঁচটি পেপসির কাচের বোতলের মাথায় কাপড়ের সলতে লাগানো রয়েছে। বিষয়টি স্থানীয়দের দেখানোর পর ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে বোতলগুলো উদ্ধার করে নিয়ে যায়। রনি দাবি করেন, এটি স¤পূর্ণরূপে একটি সাজানো ঘটনা। আমাকে এবং আমার রাজনৈতিক দল বিএনপিকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি মহল এই কাজ করেছে। আমি মনে করি স্থানীয় আওয়ামী লীগের কিছু দোসর এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 
রনির মা আফরোজা বেগম বলেন, সকালে গেট খোলার সময় প্রথম ওই ব্যাগটি দেখতে পাই। কী আছে জানতাম না, তাই ছেলেকে ডেকে দেখাই। পরে বুঝি এগুলো বিপজ্জনক কিছু হতে পারে। 
বোতলাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বলেন, আওয়ামী লীগের লোকজন যারা অতীতে আগুন সন্ত্রাসসহ নানান অপকর্ম করেছে, তারাই এখন রনিকে টার্গেট করে এমন ঘটনা ঘটিয়েছে। তারা সৈয়দপুরের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করতে চায়। 
তবে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রনির বাড়ি থেকে আমরা একটি লাল-সাদা পলিথিনের ৫টি পেট্রোল বোমা উদ্ধার করি। তবে কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি। 

মন্তব্য করুন


Link copied