স্টাফরিপোর্টার,নীলফামারী॥ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে চিকিৎসা সেবা পরিচালনার অপরাধে নীলফামারী জেলা শহরের মাধার মোড়ে অবস্থিত তিস্তা ক্লিনিক এন্ড নার্সিং হোম সীলগালা করে জরিমানা করা হয়েছে। সোমবার(২৫ মার্চ) বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ওই ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ ঘোষণা করে। এসময় ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে তাতে সীলগালা করা হয়।
যৌথ এ অভিযানের নেতৃত্ব দেন সিভিল সার্জন মো. হাসিবুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু হেনা মোস্তফা কামাল, জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের সোহেল, জেলা স্বাস্থ্য দপ্তরের সেনেটারী পরিদর্শক গণেশ চন্দ্র রায়, সদর উপজেলা সেনেটারী পরিদর্শক আবু তালেব প্রমুখ।
অভিযানে তিস্তা ক্লিনিক এন্ড নার্সিং হোমের ২০১৮ সাল থেকে নিবন্ধন (লাইসেন্স) নবায়ন না করা, ১০ শয্যার অনুমোদনে ২৩ শয্যার হাসপাতাল পরিচালনা, ট্যাকনিসিয়ান ছাড়াই ল্যাব কার্যক্রম পরিচালনা, সার্বক্ষনিক ৩জন চিকিৎসক এবং ৩জন নার্স থাকার কথা থাকলেও তা না থাকাসহ স্বাস্থ্য মন্ত্রনালয়ের নীতিমালা উপেক্ষা করে স্বাস্থ্য সেবা কাযাক্রম পরিচালনা করার অপরাধে ওই দন্ডাদেশ প্রদান করা হয়।
সিভিল সার্জন মো. হাসিবুর রহমান বলেন, সারা দেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে আমাদের নিয়মিত অভিযান চলছে। সোমবার বিকেলে তিস্তা ক্লিনিকে অভিযান পরিচালনা করে দেখা যায় এখানে জরুরী বিভাগে কোনো চিকিৎসক নেই, টেকনিসিয়ান নেই, তার পরেও এক্স-রে হচ্ছে, ল্যাব পরীক্ষা হচ্ছে, ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই ২০১৮ সাল থেকে। এমন নানা অনিয়মের অপরাধে তিস্তা ক্লিনিক এন্ড নার্সিং হোমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটিকে অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ ঘোষণা করে সীলগালা করা হয়েছে।