স্টাফ রির্পোটার,নীলফামারী॥ ট্রাকের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নীলফামারীর ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবেল ইসলাম(৩৫) নিহত হয়েছেন। সোমবার(১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ডোমার-জলঢাকা সড়কের সুলেমানের চৌপথী তিনবট নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত রুবেল ডোমার পৌরসভার ধনীপাড়া চিকনমাটির মৃত বাবলু রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে রুবেল ইসলাম জলঢাকায় যাচ্ছিলেন। সুলেমানের চৌপথী তিনবট এলাকা পার হওয়ার সময় বিপরিত দিকে আসা একটি ট্যাক ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেন।