আর্কাইভ  বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫ ● ২০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
ঢাকায় আসছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন জোবাইদা রহমান

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

চট্টগ্রাম ইপিজেড

১১ ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলছে ২ কারখানা

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, রাত ০২:৩৮

Advertisement

নিউজ ডেস্ক: চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার কারখানায় লাগা আগুন ১০ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। কারখানার আগুন নেভাতে কাজ করছে সিইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ১৫টি এবং নৌ ও বিমান বাহিনীর চারটি ইউনিট। পরে যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি সদস্যও। সব মিলিয়ে আগুন নেভাতে কাজ করছে প্রায় ২৩টি ইউনিট।

বৃহস্পতিবার রাত ১টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি চট্টগ্রাম ইপিজেডে লাগা সাততলা ভবনের সেই আগুন। বৃহস্পতিবার দুপুর দুইটা ১০ মিনিটে লাগা এই আগুন জ্বলছে টানা ১০ ঘণ্টা ধরে। রাত ১১ টার দিকে তুমুল বৃষ্টি শুরু হলে আগুন দ্রুত নির্বাপনের একটি সুযোগ তৈরি হয়। আগুনের উত্তাপ কিছুটা কমাতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কাছাকাছি এসে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হয়নি। তাই রাত ১২টায়ও দুটি প্রতিষ্ঠানের কারখানা ও গুদাম থাকা সেই ভবন জ্বলছিল দাউ দাউ করে।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) নির্বাহী পরিচালক আবদুস সুবাহান জানান, অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে বেলা দুইটার দিকে এ আগুন লাগে। অ্যাডামস তোয়ালে ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিকেল গাউন তৈরির কারখানা।

ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘১০ ঘন্টারও বেশি সময় টানা কাজ করছে উদ্ধারকর্মীরা। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। অনেকে ক্লান্ত হয়ে গেছে। তারপরও আশপাশের ভবনগুলো রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ভেতরে দাহ্য পদার্থ ছিল। তাই আগুন নেভাতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। ভেতরে কোনো শ্রমিক আটকে নেই বলে কারখানার মালিকপক্ষ আমাদের জানিয়েছেন। তবে আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জনকে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিল। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদন্ত ছাড়া বলা যাবে না।

মন্তব্য করুন


Link copied