আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

৪৮ ঘণ্টায়ও ফোন ধরেননি গাড়ির মালিক, উদ্বিগ্ন নিঝুম রুবিনা

শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, রাত ০৯:৩৮

Advertisement Advertisement

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী নিঝুম রুবিনার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে। ফোন ধরেননি গাড়ির মালিক। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। আজ (২৪ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় সেরকমই জানান এই অভিনেত্রী। তবে একটি সূত্র জানিয়েছে, ঘটনায় অভিযুক্ত রাইড শেয়ারিংয়ের গাড়িটির মালিক ছোটপর্দার এক জনপ্রিয় অভিনেতার সাবেক স্ত্রী। তিনিও বিনোদন অঙ্গনে কাজ করছেন।

উদ্বেগ প্রকাশ করে নিঝুম রুবিনা বলেন, ‘গাড়ির মালিকের খোঁজ পাওয়া গেছে ৪৮ ঘণ্টা পেরিয়েছে। এখনও চালকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে পুলিশ যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে।’ হালনাগাদ তথ্য জানতে আজ বিকেলে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হলে সাড়া দেননি উপ-পরিদর্শক সবুজ চন্দ্র পাল।

হাতিরঝিল থানায় করা সাধারণ ডায়েরিতে নিঝুম রুবিনা উল্লেখ করেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন তিনি। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও গাড়িটি গুলশানের দিকে নিয়ে যান চালক। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। পরে ব্রেক কষলে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে যান রুবিনা।


নিঝুম রুবিনাকে সর্বশেষ দেখা গেছে ‘লিপস্টিক’ সিনেমায়। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে অভিষেক হয় নিঝুম রুবিনার। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোয়। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’ ও আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ ছবি দুটিতে কাজ করছেন তিনি।

 

মন্তব্য করুন


Link copied