ডেস্ক: ৮ ঘণ্টা পর রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ শুরু হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধার করে লাইন মেরামত করলে বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
বুধবার সকালে জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের হিজলতলীতে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে রাজধানী ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল চলাচল বন্ধ ছিল।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে এবং মৌচার ও হাইটেক সিটিসহ কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে থাকে।
খবর পেয়ে উদ্ধারকর্মী দল এসে ট্রেনের বগি দুটি উদ্ধার করে। পরে বুধবার সকাল সোয়া ৮ থেকে ঢাকা উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।