আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

‘মব ও রাষ্ট্র এক সঙ্গে থাকতে পারে না’: জাপা মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

রবিবার, ১৩ জুলাই ২০২৫, বিকাল ০৭:৫৬

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জাতীয় পাটির (এ) নব নির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, মব ও রাষ্ট্র এক সঙ্গে থাকতে পারে না। হয় রাষ্ট্র থাকবে, নয়তো মব থাকবে। সরকারকে মব নিয়ন্ত্রণ ও নির্মূল করতে হবে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

আগামীকাল সোমবার(১৪ জুলাই) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাস্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ’এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী পালনে ঢাকা থেকে রংপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানযোগে আজ রবিবার(১৩ জুলাই) বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। 

তিনি বলেন, বর্তমানে দেশে যেভাবে মব হচ্ছে, যেভাবে সন্ত্রাস হচ্ছে, আর যেভাবে মানুষ পিটিয়ে মারা হচ্ছে, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির  কোন সদিচ্ছা দেখাচ্ছেন না। সংস্কারের কথায় তিনি বলেন, সরকারের সংস্কার প্রক্রিয়া অত্যন্ত ক্রটিযুক্ত, কারণ জাতীয় পার্টিকে সেখানে ডাকা হচ্ছে না। তাদের সংস্কার প্রক্রিয়া অসম্পূর্ণ একটি সংস্কার প্রক্রিয়া। আমরা ব্যক্তিগত জায়গা থেকে সংস্কারের প্রস্তাব দিচ্ছি এবং সেগুলো কিছু কিছু গ্রহনও করা হয়েছে।  

আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও জাতীয় পার্টিকে রক্ষা করবো উল্লেখ করে বলেন, তৃণমূলের ভিত্তিতে জাতীয় পার্টিকে গড়ে তোলা হবে এবং তৃণমূলের মতামতের ওপর জাতীয় পার্টি চলবে। জাতীয় পার্টি জেগে উঠেছে, সামনের দিনে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে ইনশাল্লাহ্।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের ও নবাগত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে স্থানীয় নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে বরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. মোস্তাফিজুর রহমান, নীলফামারী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জুলফিকার আলী, সৈয়দপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রাকিব খানসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে রংপুরের উদ্দেশ্য রওয়ানা হন।

সূত্র মতে, ৬ষ্ঠ মৃত্যুবাষিকীতে আগামীকাল সোমবার(১৩ জুলাই) সকাল ১০টায় রংপুর পল্লী নিবাসের প্রয়াত রাস্টপতি হুসেইন মুহাম্মদ এরশাদের কবর জিয়ারত, স্মরণ সভা ও কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

মন্তব্য করুন


Link copied