রংপুর প্রতিনিধি: আগামীকাল শুক্রবার রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ফিরেদেখা”-এর যুগপূর্তি উপলক্ষে রংপুর সাহিত্য উৎসব ও বইমেলা ২০২৫। দিনব্যাপী এ আয়োজনে সারাদেশ থেকে শতাধিক কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও পাঠপ্রেমী অংশ নেবেন।
উৎসবে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ের ১২ জন কবি ও সাহিত্যিককে প্রদান করা হবে “ফিরেদেখা পদক ২০২৫”। দিনব্যাপী কর্মসূচিতে থাকবে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন, উদ্বোধনী পর্ব, কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, বইমেলা এবং “ফিরেদেখা ছোটকাগজ”-এর প্রকাশনা। বইমেলায় অংশ নেবে আইডিয়া প্রকাশন, যেখানে আমন্ত্রিত লেখকদের প্রকাশিত বই প্রদর্শিত হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফিরেদেখা’র সভাপতি তাপস মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কবি সাকিল মাসুদ, সাধারণ সম্পাদক ও সচিব, রংপুর সাহিত্য উৎসব ২০২৫ আয়োজক কমিটি, ফিরেদেখা; এবং মো. বাবুল সরকার, আহ্বায়ক, রংপুর সাহিত্য উৎসব ২০২৫ কমিটি। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব হবে মননের বিনিময়, চিন্তার যাত্রা ও সৃষ্টিশীলতার এক মহাউৎসব। কবি, লেখক ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে রংপুরের এই উৎসব বর্ণাঢ্য রূপে উদ্ভাসিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।