বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে মাদক সেবন অবস্থায় ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ এস আই ইজার আলী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হলের সামনে মাদক সেবীরা আসর বসিয়েছে। পরে আমিসহ একটি টিম গিয়ে তাদের মাদক সেবন অবস্থায় ৬জনকে আটক করা হয়। এর মধ্যে ২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রংপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ জন শিক্ষার্থী রয়েছে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মাদকসেবন অবস্থায় ৬ জনকে আটক করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। মাদকসেবী যে হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।