আর্কাইভ  সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫ ● ২৮ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের দণ্ডের জেরে সংঘর্ষে আহত ৭, সাংবাদিক লাঞ্ছিত

এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের দণ্ডের জেরে সংঘর্ষে আহত ৭, সাংবাদিক লাঞ্ছিত

জিম্মিরা মুক্ত হওয়ামাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলের

জিম্মিরা মুক্ত হওয়ামাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলের

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

‘সেফ এক্সিট’, যা বলছেন উপদেষ্টারা

‘সেফ এক্সিট’, যা বলছেন উপদেষ্টারা

এক প্রেমিকা নিয়ে দুই প্রেমিকের দণ্ডের জেরে সংঘর্ষে আহত ৭, সাংবাদিক লাঞ্ছিত

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, দুপুর ১১:৫৬

Advertisement

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিকাকে কেন্দ্র করে দুই প্রেমিকপক্ষের মধ্যে দণ্ডের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৌর শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় এই সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছেন দৈনিক কালবেলার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি 
 
বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই আব্দুল হালিম। 
 
স্থানীয় সূত্রে জানা যায়, এক কলেজছাত্রীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল পীরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব জীবন হামিদ এবং দলের কর্মী শ্রাবণ-শুভ গ্রুপের মধ্যে। ওই বিরোধের জের ধরেই রোববার সন্ধ্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।
 
সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে পৌরসভার মুন্সিপাড়া এলাকার ভ্যানচালক রমজান আলীসহ সাতজন আহত হন। গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এতে রমজান আলীর অবস্থা আশংকা জনক হলে সেখানকার থেকে সব তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি দিনাজপুরে চিকিৎসাধীন আছেন। 
 
অন্যদিকে, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কালবেলার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি বাদল হোসেন লাঞ্ছিত হন।
 
সাংবাদিক বাদল হোসেন জানান, “রোববার সন্ধ্যায় পৌরসভার পূর্ব চৌরাস্তায় সংঘর্ষ চলাকালে আমি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলাম। এমন সময় যুবদলের লিয়নসহ কয়েকজন আমাকে ঘিরে ধরে আমার মোবাইল ফোন ও গলায় থাকা আইডি কার্ড কেড়ে নেয়। তারা আমাকে অকথ্য ভাষায় গালাগালও করে।”
 
এ ঘটনায় জেলার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে লাঞ্ছনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 
পীরগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই আব্দুল হালিম বলেন, “এক কলেজছাত্রীকে দুইজন ভালোবাসতো, সেই বিষয়কে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। পুনরায় যেন কোনো অঘটন না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
 
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, “আমি এখনও বিস্তারিত জানতে পারিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে থাকে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সংগঠন থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
 
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্ক থেকে শুরু হওয়া এই দ্বন্দ্ব এখন রীতিমতো রাজনৈতিক প্রভাব ও গ্রুপিংয়ে রূপ নিয়েছে, যা পুরো পৌর এলাকায় অস্থিরতা তৈরি করেছে।

মন্তব্য করুন


Link copied