আর্কাইভ  সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫ ● ২৮ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
জিম্মিরা মুক্ত হওয়ামাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলের

জিম্মিরা মুক্ত হওয়ামাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলের

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

‘সেফ এক্সিট’, যা বলছেন উপদেষ্টারা

‘সেফ এক্সিট’, যা বলছেন উপদেষ্টারা

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

এনসিএলের টুর্নামেন্টসেরা আকবর আলি

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, রাত ১০:২৩

Advertisement

নিউজ ডেস্ক:  আকবর আলিকে ক্যাপ্টেন বানাও, ট্রফি জিতে নাও। বাংলাদেশ ক্রিকেটে চাউর হাওয়া এ কথার যথাযথ যুক্তি-ভিত্তি শতভাগ সত্যে রূপ নিয়েছে। লাল-সবুজ জার্সিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো এই উইকেটকিপার ব্যাটার পঞ্চম বারের মতো অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন। 

 

এনসিএল টি টোয়েন্টির প্রথম সংস্করণের পর এবারও শিরোপা জিতেছে আকবর নেতৃত্বাধীন রংপুর বিভাগ। যোগ্য নেতৃত্বের পাশাপাশি আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৯ ইনিংসে ৩১.৭১ গড়ে তার রান ২২২। জিতে নিয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

 

বাংলাদেশকে ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে অধিনায়ক হিসেবে আকবরের উত্থান। এরপর ২০২২ সালে জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সংস্করণে রংপুরের শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। তার অধিনায়কত্ব ২০২৩ সালে বিসিএলের ওয়ানডে সংস্করণে চ্যাম্পিয়ন হয় নর্থ জোন।

 

গত বছর এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরেও অধিনায়কত্ব করে রংপুরকে শিরোপা জেতান আকবর। এবারও তার যোগ্য নেতৃত্বে দল জিতে শিরোপা। 

 

আকবর সবকটি ইনিংসে দুই অঙ্কের রান স্পর্শ করেন। আসরে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ঢাকার বিপক্ষে। ঢাকার বিপক্ষে ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলেছেন তিনি। সবশেষ চিটাংয়ের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলেন তিনি। ২১ বলে ৪০ রান করেন উইকেটকিপার ব্যাটার।

 

দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগংয়ের বিপক্ষে আকবরের এই ক্যামিও ইনিংসের জেরেই দ্বিতীয়বারের মতো শিরোপার মঞ্চে ওঠে রংপুর। ফাইনালেও তার ব্যাটিং ছিল দায়িত্বশীল সুলভ। সাবলীল ব্যাটিং উপহার দিয়ে ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলে দলকে জয় বন্দরে পৌঁছে দেন।

মন্তব্য করুন


Link copied