স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া সনিক (বাংলাদেশ) লিমিটেড কারখানাটি ১২ দিন পর আগামী ৩০ নভেম্বর(রবিবার) থেকে পূনরায় চালু হচ্ছে। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সনিক (বাংলাদেশ) লি. পরিচালক মি. সু ইয়াংবাও (পোলো) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ১৮ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছিল।
কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, গত ১৬ থেকে ১৮ নভেম্বর ধারাবাহিকভাবে শ্রমিকগণ আইন বহির্ভূত ভাবে একত্রে কাজ বন্ধ করেন ও কাজ করতে অস্বীকৃতি জানান। এমতভস্থায় কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ এর ধারা ১২(১) অনুযায়ী গত ১৮ নভেম্বর কারখানা সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তীতে কারখানা খোলার বিষয়ে অধিকাংশ শ্রমিকদের লিখিত আবেদনের ভিত্তিতে এবং কারখানা সুষ্ঠু উৎপাদন কার্যক্রম চালুর লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর (রবিবার) থেকে সনিক (বাংলাদেশ) লিমিডেট কারখানার সকল কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের নির্ধারিত তারিখ ও সময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ইতিবাচক মনোভাব প্রদর্শন আহ্বান করা হয়।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বিকাল ৩টার দিকে সনিক কারখানার মালিকপক্ষ, শ্রমিক, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে বেপজা জোন অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩০ নভেম্বর সনিক বাংলাদেশ লিমিটেড লিমিটেড কারখানা পুনরায় খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।