নিউজ ডেস্ক: দেশের একমাত্র কয়লা খনি বড়পুকুরিয়ার কোল ইয়ার্ডের ৩২ ফিট প্রাচীর ভেঙে গেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে কয়লা খনির কোল ইয়ার্ডের এ প্রাচীর ভেঙে যায়।
কর্তৃপক্ষ বলছে, ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মজুতের কারণে এ প্রাচীর ভেঙে গেছে।
বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ফরাজী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে খনির তিনটি কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ মেট্রিকটন টন পাথর মজুত রয়েছে। এটি কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ।