আর্কাইভ  সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫ ● ২৮ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
জিম্মিরা মুক্ত হওয়ামাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলের

জিম্মিরা মুক্ত হওয়ামাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলের

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

‘সেফ এক্সিট’, যা বলছেন উপদেষ্টারা

‘সেফ এক্সিট’, যা বলছেন উপদেষ্টারা

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

মিরপুর থেকে গুলশানে ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, রাত ১০:৩১

Advertisement

নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মিরপুর থেকে নিজের ভোটার এলাকা পরিবর্তন করে গুলশানে স্থানান্তর করেছেন। এখন থেকে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে, গুলশান-২ এলাকার ভোটার হিসেবে ভোট প্রদান করবেন।

রবিবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন—ইসি সচিবালয়ের কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন। ১৭ ফেব্রুয়ারি ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক তা অনুমোদন দেন এবং পরদিন সংশোধিত ঠিকানাসহ তথ্য হালনাগাদ করা হয়।

গুলশান থানা নির্বাচন কর্মকর্তা প্রতিভা বিশ্বাস জানান, স্যার মিরপুর থেকে গুলশান এলাকার ভোটার হয়েছেন। এখন তিনি গুলশান-২ এলাকার ভোটার হিসেবে ১৯ নম্বর ওয়ার্ডে ভোট দিতে পারবেন।

ড. ইউনূস এর আগে মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঠিকানায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। এবার তিনি নিজের গুলশান-২ এর বাসভবনকে ভোটার তালিকার স্থায়ী ঠিকানা হিসেবে যুক্ত করলেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ছাড়িয়ে গেছে। এ বছর জানুয়ারিতে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নতুন ভোটার নিবন্ধনের পাশাপাশি অনেকেই ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ভোটার এলাকা স্থানান্তর একটি নিয়মিত ও নির্ধারিত প্রক্রিয়া। নির্ধারিত ১৩ নম্বর ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিলে যাচাই-বাছাই শেষে ইসির অনুমোদনের ভিত্তিতে ভোটার এলাকা পরিবর্তন করা হয়।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে অনেকেই নিজ নিজ বসবাসস্থল অনুযায়ী ভোটার এলাকা পরিবর্তন করছেন। আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে ইসি সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। সেই নির্বাচনেই নতুন ঠিকানা অনুযায়ী গুলশানে ভোট দিতে পারবেন ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন


Link copied