আর্কাইভ  সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫ ● ২৮ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৩ অক্টোবর ২০২৫
জিম্মিরা মুক্ত হওয়ামাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলের

জিম্মিরা মুক্ত হওয়ামাত্রই গাজার সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা ইসরাইলের

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

‘সেফ এক্সিট’, যা বলছেন উপদেষ্টারা

‘সেফ এক্সিট’, যা বলছেন উপদেষ্টারা

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে যা বললেন প্রিন্স মাহমুদ

পশ্চিমবঙ্গে ফের মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ, মমতা বললেন ‘এত রাতে বাইরে গেল কীভাবে’

রবিবার, ১২ অক্টোবর ২০২৫, রাত ১০:১২

Advertisement

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দ্বিতীয় বর্ষের এক মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশ্ন তোলায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। রোববার (১২ অক্টোবর) এক ব্রিফিংয়ে মুখ্যমন্ত্রী ধর্ষিতার রাত সাড়ে ১২টায় বাইরে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেন। খবর এনডিটিভির।

তার এই মন্তব্যের পরই বিরোধী দল বিজেপির তীব্র তোপের মুখে পড়েন তিনি। বিজেপি অভিযোগ করেছে, মমতা কার্যত ভিক্টিমকেই দোষারোপ করছেন। এই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ও নারী সুরক্ষার বিষয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।

মমতা বলেন, তিনি (ধর্ষিতা) একটি বেসরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন। এটি কার দায়দায়িত্ব? কীভাবে তিনি রাত সাড়ে ১২টার সময় বের হলেন?


তিনি আরও বলেন, বেসরকারি মেডিকেলকে তাদের শিক্ষার্থীদের নজরে রাখতে হবে। রাতের কালচার দেখতে হবে। শিক্ষার্থীদের রাতের বেলা বের হতে দেওয়া উচিত নয়। এটি একটি বনাঞ্চল। তাদের নিজেদের রক্ষা করতে হবে।

ধর্ষিতা তরুণী রাতে বের হওয়া নিয়ে মন্তব্য করায় বিজেপি মমতার কড়া সমালোচনা করেছে। দলটির মুখপাত্র গৌরব ভাটিয়া এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, লজ্জাহীন মমতা নারীত্বের এক কলঙ্ক। মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি কলঙ্ক। আরজি কর এবং সন্দেশখালীর পর এ ঘটনায়ও বিচারের বদলে ভিক্টিমকে দোষারোপ করছেন মমতা। বিজেপির আরেক মুখপাত্র শেহজাদ পুনওয়ালা বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মেয়েদের দোষারোপ করে আর ধর্ষকদের বাঁচায়।

বিজেপি পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে মমতা ওড়িশার বিজেপি সরকারের সমালোচনা করেন। তিনি বলেছেন, ওড়িশায়, মেয়েরা সমুদ্র সৈকতে ধর্ষণের শিকার হয়েছিল। ওড়িশা সরকার কী ব্যবস্থা নিয়েছে?

ধর্ষণের শিকার সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মমতা বলেছেন, আমরা কঠোর ব্যবস্থা নেব। অন্যন্যা রাজ্য— মণিপুর, উত্তরপ্রদেশ, বিহার এবং ওড়িশায় অনেক ধর্ষণের ঘটনা ঘটে। আমাদের বিশ্বাস এসব রাজ্যের সরকারও কঠোর ব্যবস্থা নেবে।

উল্লেখ্য ধর্ষণের শিকার ওই তরুণী ওড়িশার বাসিন্দা। তিনি পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছেন। গত শুক্রবার রাতে তিনি তার এক বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন। তখন তাদের কাছে কয়েকজন ব্যক্তি এসে তরুণীকে জোরপূর্বক ধরে নিয়ে গণধর্ষণ করে। পুলিশ ঘটনাটি দেখছে বলে মমতা জানিয়েছেন।

মন্তব্য করুন


Link copied