গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় পতাকার দণ্ডে জুতা উত্তোলনকারী সেই তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১২ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ থানা আমলি আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১১ অক্টোবর রাতে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
পুলিশ জানিয়েছেন, মিরাজ মিয়া উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাসিন্দা ফুল মিয়ার ছেলে। এসএসসি পাস করার পর তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের পাশে একটি মুদি দোকান দিয়েছেন। একই সঙ্গে তিনি লেখাপড়াও করছেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়ন পরিষদের জাতীয় পতাকার দণ্ডে জুতা তোলার ৩২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, ওই ভিডিতে দেখা যায়, জাতীয় সংগীত পরিবেশনের সময় ওই তরুণ জাতীয় পতাকার দণ্ডে জুতা উত্তোলন করছেন। তার পাশে দাঁড়িয়েছিলেন আরো তিন-চারজন তরুণ।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন, ভিডিওটি ভাইরাল হলে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা মিরাজকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। মিরাজ পাঁচ ছয় মাস আগে ভিডিও করেছিলেন বলে দাবি করলেও ভিডিওটি নিয়ে তদন্ত করছে পুলিশ।
তিনি আরও বলেন, মিরাজ জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর দিতে পারেননি। তাকে ৫৪ ধারায় অভিযুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।