আর্কাইভ  সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫ ● ১০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

৩০০ আসনে প্রার্থী দেবে বৃহত্তর সুন্নি জোট: তাহেরি

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং: আহত শিক্ষার্থীকে মেডিকেলে ভর্তি, তদন্ত কমিটি গঠন

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

'চিকেনস নেক ঘিরে ভারতের উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক'

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

কনকনে শীতে কাঁপছে পঞ্চগড়

নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সোমবার, ২৮ নভেম্বর ২০২২, বিকাল ০৭:৫৮

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক) রংপুর। সোমবার(২৮ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন রংপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে চার সদস্যের ওই দল অভিযান পরিচালনা করেন। এসময় অভিযানে ওই অফিসের পরিচ্ছন্নতা কর্মী রমি কুমার দাস(২৭)কে নগদ ৫৯ হাজার ১৩৭ টাকা ও পাসপোর্ট সংক্রান্ত ২২টি কাগজপত্রসহ আটক করা হয়েছে।
অভিযান সমাপ্ত করে বিকালে জব্দকৃত টাকা এবং আটক রমি কুমার দাসকে পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম মোতাহার হোসেনের জিন্মায় দেয়া হয়। 
এবিষয়ে দুর্নীতি দমন কমিশন রংপুর কার্যালয়ের উপসহকারী পরিচালক এ কে এম নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, ঢাকার প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দুদকের চার সদস্যের ওই দল নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে এসে গোপনে প্রায় দেড় থেকে দুই ঘণ্টা পর্যবেক্ষণ করে। পাসপোর্ট করতে আসা বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলে। পাসপোর্ট করতে আসা মানুষজন তাদের হয়রানীর কথা বলেন। এরপর বেলা ১১টার দিকে অভিযান শুরু করা হয়। অভিযানে পরিচ্ছন্নতা কর্মী রমি কুমার দাসকে আটক করে তার কাছ থেকে ৫৯ হাজার ১৩৭ টাকা পাসপোর্ট সংক্রান্ত ২২টি কাগজপত্র পাওয়া যায়। তিনি বলেন, একজন পরিচ্ছন্নতা কর্মীর কাছে এত টাকা থাকার কথা নয়, এটা অবৈধ অর্থ। তাকে আমরা আটক করে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালকের জিম্মায় রেখেছি। এ বিষয়ে দুদকের প্রধান কার্যালয়কে জানানো হবে। প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনী প্রক্রিয়া চালানো হবে। 
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মী রমি কুমার দাস তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা অস্বীকার করে সাংবাদিকদের বলেন, আমাদের পাসপোর্ট কার্যালয়ের জেনারেটর মেরামতের জন্য চেক মূলে সোমবার সকাল ১১টার দিকে সোনালী ব্যাংক(নীলফামারী বাজার শাখা) থেকে ৫৫ হাজার ৪৫৪ টাকা উত্তোলন করে কার্যালয়ে আসলে দুদকের দল আমাকে আটক করে। আমি তাদের বলেছি, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেননি। অবশিষ্ট তিন হাজার ৬৮৩ টাকা তার নিজস্ব বলে দাবি করেন।
নীলফামারী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ কে এম মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, দুদকের টিম সকাল ১১টার দিকে আমাদের কার্যালয়ে অভিযান চালায়। এসময় তারা কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে কার্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী রমি কুমার দাসকে আটক করেন। কেউ অপরাধ করলে তার দায় তাকে নিতে হবে। তিনি বলেন, রমি কুমার দাস আউটসের্সিং প্রকল্পের মাধ্যমে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন। জনবল সংকট থাকায় তাকে বিভিন্ন সময়ে কাজে লাগানো হয়। তার কম্পিউটার জানা আছে তাই রোহিঙ্গা সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট দেখা, অনলাইন আবেদন চেক, ছবি তোলা সহ অন্যান্য কাজও সে করে। 

মন্তব্য করুন


Link copied