স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ছয় দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলা শুরু হয়েছে। সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার(২৮ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই বই মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ, বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল, সংগঠক আশরাফুল ইসলাম, বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম সহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক-শিকিা ও শিার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বই মেলার ইনচার্জ দেবজ্যোতি মন্ডল জানান, ছয় দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলাশতাধিক প্রকাশনা সংস্থার প্রায় ১০ হাজার বিভিন্ন ধরনের বই স্থান পেয়েছে। এতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইয়ে শতকরা ৩০ ভাগ, বাংলাদেশী অন্যান্য প্রকাশনী সংস্থার বইয়ে শতকরা ২৫ ভাগ কমিশনে বই বিক্রি করা হচ্ছে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে। আগামী ২ জানুয়ারী বই মেলার সমাপনী হবে।