আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রংপুর বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম কুড়িগ্রাম, দ্বিতীয় নীলফামারী

শনিবার, ২১ জানুয়ারী ২০২৩, বিকাল ০৭:২৭

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের ছেলেমেয়েদের অংশগ্রহণে নীলফামারীতে ১০ম বার্ষিক রংপুর বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার (২১ জানুয়ারি) সকালে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে জাতীয় পতাকা, অলি¤িপক পতাকা ও কল্যাণ বোর্ডের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 
উক্ত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) মুঃ মোহসিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, 'সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের মেধা-শ্রম ও কর্মদতার মাধ্যমে প্রশাসনকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের কাজের একঘেয়েমি দূর করে কর্ম¯পৃহা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।'
তিনি আরো বলেন, 'এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তাদের পরিবারের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করবে। 
পাশাপাশি অংশগ্রহণকারী শিশু -কিশোররা তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। এছাড়াও বন্ধুত্ব ও আন্তরিকতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।'
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর, রংপুর বিভাগীয় কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক মোছাঃ আইরিন সুলতানা, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন, গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় ৩২টি ইভেন্টে রংপুর বিভাগের বিভিন্ন জেলার ২৮৪ জন অংশগ্রহণ করেন। এতে কুড়িগ্রাম সর্বমোট ১৯টি পুরষ্কার পেয়ে প্রথম স্থান অর্জন করেন। মোট ১৭টি পুরষ্কার পেয়ে নীলফামারী দ্বিতীয় স্থান অর্জন করেন।  মোট ১৪টি পুরষ্কার পেয়ে তৃতীয় স্থান অর্জন করে গাইবান্ধা। মোট ১৩ টি পুরষ্কার পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন রংপুর। মোট ১২টি পুরষ্কার পেয়ে পঞ্চম স্থান অর্জন করেন দিনাজপুর। মোট ১০টি পুরষ্কার পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেন পঞ্চগড়। মোট ৯টি পুরষ্কার পেয়ে সপ্তম স্থান অর্জন করেন লালমনিরহাট। মোট ৫টি পুরষ্কার পেয়ে অষ্টম স্থান অর্জন করেন রংপুর মহানগর এবং ৩টি পুরষ্কার পেয়ে নবম স্থান অর্জন করেন ঠাকুরগাঁও। 

মন্তব্য করুন


Link copied