আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

সৈয়দপুরে অনলাইন থাই লটারীর নামে প্রতারনায় দুই জুয়ারি গ্রেফতার

সোমবার, ১৭ এপ্রিল ২০২৩, রাত ০৮:৩০

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন ব্যাক্তিকে অনলাইন থাই লটারিতে টাকা জিতিয়ে দেয়ার প্রলোভন দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রতারনার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে দুই যুবকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে প্রতারণার উদ্দেশ্যে তৈরী ভিডিও, মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়ার আকরাম হোসেনের ছেলে শাহাদাত হোসেন সুমন (২৮) ও কয়ানিজপাড়া এলাকার মনির ফকিরের ছেলে মেহেরাজ শোভন (২২)।
সোমবার(১৭ এপ্রিল) সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করে আসামীদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। 
এদিকে নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম সৈয়দপুরে চলমান অনলাইন জুয়া নিয়ে সতর্কতামূলক বার্তায় বলেন অত্র অঞ্চলের বিপথগামী কিছু তরুণ -তরুণী ডিজিটাল ডিভাইস, মোবাইল, কম্পিউটার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে প্রতারণার উদ্দেশ্যে নিজেদের তৈরী ভিডিও আপলোড সহ নানা কলাকৌশল অবলম্বন করে প্রবাসী এবং দেশীয় নাগরিকদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে নিচ্ছে। এই উদ্দেশ্যে তারা বিদেশী লটারি জিতিয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক ক্ষেত্রেই ভূল এবং মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে অন্যদের প্রলুব্ধ করছে যা ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। অনেক নিরীহ প্রবাসীরা তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছে এবং পরিবারসহ অতি কষ্টে দিনাপাত করছে, দেশের মধ্যেও অনেকে হয়েছে নিঃস্ব। প্রতারণার মাধ্যমে নগদ অর্থ উপার্জনের এই অপরাটি অত্র অঞ্চলের তরুণ সমাজে সংক্রমিত হয়েছে ভীষণভাবে। স্কুল কলেজের অধিকাংশ তরুণরাই থাই জুয়ায় আসক্ত হয়ে বিচ্যুত হয়ে পরছে তাদের মূল লক্ষ্য হতে। ফলে একটি আসক্ত ও অযোগ্য যুবসমাজ গঠনের মাধ্যমে ভবিষ্যতে  অপরাধ প্রবণ সমাজ গঠনের ইঙ্গিত লক্ষ্য করা যায়। প্রতারণার মাধ্যমে প্রাপ্ত নগদ অর্থ অনেক ক্ষেত্রেই মাদক, ইভটিজিং, নারী ও শিশু আইনের অপরাধ এবং অঞ্চল ভিত্তিক কিশোর অপরাধ সহ নানা অপরাধের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সুস্থ সুন্দর আগামীর লক্ষ্যে, আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের লক্ষ্যে, অপরাধ মুক্ত-শান্তিপূর্ণ সমাজ গঠনের উদ্দেশ্যে থাইজুয়া প্রতিরোধে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। 

মন্তব্য করুন


Link copied