আর্কাইভ  বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫ ● ২৪ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি

শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি

গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের ১০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

মাঠে নামছে খালেদা জিয়া, প্রস্তুত স্পেশাল বুলেটপ্রুফ গাড়ি

বেরোবিতে ‘জাতীয় বাজেটে বরাদ্দে পিছিয়ে রংপুর বিভাগ: করণীয়’ শীর্ষক সেমিনার

রবিবার, ১৮ জুন ২০২৩, বিকাল ০৭:৪০

Advertisement

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের আয়োজনে ‘জাতীয় বাজেটে বরাদ্দে পিছিয়ে রংপুর বিভাগ: করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১৮ জুন) কবি হেয়াত মামুদ ভবনের অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশীদ। 

উপাচার্য বলেন, বর্তমান সরকারের উত্তরাঞ্চলের প্রতি বিশেষ নজর রয়েছে। কৃষিসহ অন্যান্য শিল্পখাতে অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে রংপুর অঞ্চলের উন্নয়ন সম্ভব। তবে রংপুর অঞ্চলের জন্য কোন ধরনের অর্থনৈতিক কর্মকান্ড প্রয়োজন তা এই এলাকার মানুষকে প্রথমে নির্ধারণ করতে হবে। 

উপাচার্য আরো বলেন, অর্থনৈতিক কর্মকান্ড নির্ধারণ করতে পারলে সেটিকে এগিয়ে নিতে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া সম্ভব হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ শরিফুল ইসলাম। 

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক এবং আহবায়ক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান। 

সেমিনারে অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা। 

মন্তব্য করুন


Link copied