স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় খাবারের সঙ্গে দুর্বৃত্তদের দেওয়া চেতনানাশক ওষুধ খেয়ে চিকিৎসাধীন অবস্থায় রমজান আলী (৩৪) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। দুর্বৃত্তরা এ সময় ছিনতাই করে নিয়ে যায় রমজান আলীর ইজিবাইক। রমজান আলী উপজেলার কামারপুকুর ইউনিয়নের আলোদ্দিপাড়া এলাকার হবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় হত্যা ও ছিনতাই মামলা করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার(৩১ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন রমজান। ওই দিন সন্ধ্যায় এলাকার এক রিক্সাচালক রমজানকে চেতনানাশক অবস্থায় বাড়িতে নিয়ে আসে। এসময় রমজান জানায় ছিনতাইকারীরা তাকে খাদ্যেরসাথে চেতনানাশক খাইয়ে ইজিবাইটি ছিনতাই করে নিয়ে গেছে বলে অজ্ঞান হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখাসে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার(১ সেপ্টেম্বর) রাতে মৃত্যু হয় তার।
সৈয়দপুর থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করেছে। দুর্বৃত্তদের গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।