আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫ ● ৩ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৫
“ তিস্তা শুধু একটি নদী নয় একটি নায়ক ভিলেনের লড়াইয়ের মঞ্চ “

বাস্তবায়ন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
“ তিস্তা শুধু একটি নদী নয় একটি নায়ক ভিলেনের লড়াইয়ের মঞ্চ “

ফেলানী হত্যার এক যুগ পর-ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান

ফেলানী হত্যার এক যুগ পর-ছোট ভাইয়ের বিজিবিতে যোগদান

রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে ধস; হুমকিতে তিস্তা সেতু

রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে ধস; হুমকিতে তিস্তা সেতু

রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর ও পুলিশের এসআই'র বাড়ি ও সম্পদ ক্রোক

রংপুরে পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ইন্সটাক্টর ও পুলিশের এসআই'র বাড়ি ও সম্পদ ক্রোক

নীলফামারীতে ১৫দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩, বিকাল ০৭:৩৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগানে নীলফামারী সরকারি হাইস্কুল বড় মাঠে ১৫ দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা ও বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। রবিবার(৩ সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি হিসাবে নীলফামারী-২ সদর আসনের সংসদ আসাদুজ্জামান নুর ভার্চুয়ালীর ভাবে এ মেলার উদ্বোধন করেন। 
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুর এর যৌথ উদ্যোগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষ রোপণে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে বৃক্ষের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে প্রতিবছর বৃক্ষ মেলার আয়োজন করা হয়। মানুষ এখন বাড়ির ছাদ, আঙ্গিনা, খালি জায়গায় মানুষ বৃক্ষ রোপণ করছে। এ মেলায় এসব উদ্যোগকে আরও বেগবান করবে, যা দ্রুত নীলফামারী জেলাকে ‘সবুজ নীলফামারী বা গ্রিন নীলফামারী’ গড়ার ভূমিকা রাখবে। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাসেল আমিন স্বপন ও রিফাত সিমি। এছাড়া জেলা বন বিভাগের কর্মকর্তা মোঃ রেজাউল করিম, জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানান, এবারের বৃক্ষমেলায় বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা নিয়ে নীলফামারী জেলার বিভিন্ন এলাকার ৬১টি নার্সারি স্টল রয়েছে। নীলফামারী জেলা প্রশাসন ও জেলা বন বিভাগ ও রংপুর বিভাগীয় ও জেলা সামাজিক বন বিভাগ এ মেলার আয়োজন করে। 

মন্তব্য করুন


Link copied