আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

নীলফামারীতে ইংরেজিতে ওয়ার্ড মাস্টার সম্মাননা পেল ৫ শিক্ষার্থী

বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩, বিকাল ০৬:৪১

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ইংরেজীতে ওয়ার্ড মাস্টার সন্মাননা পেলেন পাঁচ শিক্ষার্থী। বৃহস্পতিবার(১৯ অক্টোবর) দুপুরে জেলা শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে আয়োজিত অনুষ্ঠানে ওই সন্মাননা প্রদান করা হয়। বেসরকারি সংস্থা গুড নেইবারস সন্মাননার আয়োজন করে। 
সন্মাননা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নাফিজা ইসলাম, বর্ণনা হোসাইস, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের মারুফ পারভেজ, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের আসমাতুল সিদ্দীক, নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের মেহেদী আবরার। সদর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩জনের মধ্য থেকে এই পাঁচ জন শিক্ষার্থীকে নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়। 
অনুষ্ঠানে সংস্থার শাখা ব্যবস্থাপক সুব্রত টুডুর সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার হারুন উর রশিদ, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মহাফিজুর রহমান ও পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাবুল হোসেন, শিক্ষার্থী পুষ্পিতা রায় প্রমুখ।
সংস্থার শাখা ব্যবস্থাপক সুব্রত টুডু জানান, ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষে ওই আয়োজন করে থাকে সংস্থাটি। উপজেলা পর্যায়ে নির্বাচিতরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। 

মন্তব্য করুন


Link copied