স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিএনপি-জামায়াতের ডাকা চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিনে নীলফামারীতে জামায়াতের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সোমবার(১৩ নবেম্বর) ভোরে নীলফামারী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। তারা হলেন, জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়ন জামায়াতের কর্মী মো. হাফিজুল ইসলাম (৪০), কিশোরীগঞ্জ উপজেলা জামায়াত কর্মী আফজালুল হক (৪৭), একই উপজেলার ভেরভেরি গ্রামের জামায়াত কর্মী মো. জোবেদ আলী (৬০) ও বড়ভিটা ইউনিয়ন জামায়াতের কর্মী আব্দুল মান্নান (৪০), ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. শাহজাহান খন্দকার (৫৩), একই ইউনিয়ন জামায়াতের সেক্রটারী আব্দুর রাজ্জাক (৬১)।
ডোমার ও জলঢাকা থানার ওসি মাহমুদ উন নবী ও মোক্তারুল আলম জানান, দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।