স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ডোবা থেকে ষাটোর্ধ্ব এক অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(১৯ নবেম্বর) সকালে নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কের ভাটার মোড় এলাকায় একটি ডোবায় ভাসছিল ওই মরদেহটি।
এলাকাবাসী জানায় বেশ কয়েকদিন ওই বৃদ্ধা বাইপাস সড়ক এলাকায় ভিক্ষা করতো। সকালে ওই ডোবায় মরদেহ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। লাশ উদ্ধার করে এদিন দুপুরে জেলার মর্গে ময়নাতদন্ত করা হয়।