আর্কাইভ  শুক্রবার ● ৯ মে ২০২৫ ● ২৬ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৯ মে ২০২৫
ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ভারত

ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ভারত

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক

সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক

রংপুরে স্পিকার, জাপা চেয়ারম্যান, বাণিজ্যমন্ত্রীসহ ৪৯ জনের মনোনয়ন দাখিল

শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩, রাত ১২:৪২

Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুরে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় সংসদের স্পিকার, বাণিজ্যমন্ত্রী, জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় চীফ হুইপসহ ৪৯ জন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দলীয় নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ন্যাশনাল পিপল পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। 

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টির বহিস্কৃত নেতা, বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার, আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম রাজু, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির শাহিনুর আলম, স্বতন্ত্র প্রার্থী মোঃ মঞ্জুম আলী, বাংলাদেশ সাংষ্কৃতিক মুক্তিজোটের সবুজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির বখতিয়ার হোসেন, তৃণমূল বিএনপি’র বদরুদ্দোজা চৌধুরী, ন্যাশনাল পিপল্স পার্টির হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস শ্যামলী রায়।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ সরকার, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ কর্মী সুমনা আক্তার, জাকের পার্টির মোঃ আশরাফ উজ জামান, বিএনএফ’র জিল্লুর রহমান। 

রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন)আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মন্ডল, জাকের পার্টির লায়লা আঞ্জুমান আরা বেগম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মোঃ সহিদুল ইসলাম, ন্যাশনাল পিপল্স পার্টির শফিউল আলম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোঃ আব্দুর রহমান রেজু, স্বতন্ত্র প্রার্থী মোছাঃ আনোয়ারা ইসলাম রানী, স্বতন্ত্র প্রার্থী এ টি এম রাকিবুল বাশার, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোঃ একরামুল হক।  

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী টিপু মুনশি, জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান। 

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমান, জাতীয় পার্টির আনিছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান, বাংলাদেশ সুগ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়া, কৃষক-শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মন্ডল, ইসলামী ফ্রট বাংলাদেশের এনামুল হক, জাকের পার্টির শামীম মিয়া, বিএনএফ’র আব্দুল বাতেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নুর আলম মিয়া, তৃণমূল বিএনপি’র ইকবাল হোসেন, ন্যাশনাল পিপল্স পার্টির মোঃ হুমায়ুন ইজাজ, জাকের পার্টির বেদারুল ইসলাম, বাংলাদেশ কল্যান পার্টির জাকারিয়া হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মোঃ মাহবুল আলম, স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সিরাজুল ইসলাম।

রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা কাজ করে যাচ্ছি। 

মন্তব্য করুন


Link copied