লালমনিরহাট প্রতিনিধি: সহকারী রির্টানিং কর্মকর্তার ফোনে বাধ্য হয়ে মোটর শোডাউন বাতিল করে পাঁয়ে হেঁটে বিজয় র্যালী করেছেন নৌকার মাঝি সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
মঙ্গলবার(১৯ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী জিএস মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই স্থানে মিলিত হয়। র্যালীতে নেতৃত্ব দেন লালমনিরহাট ২ (আদিতমারী কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
নেতাকর্মী ও স্থানীয়রা জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে লালমনিরহাট ২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে ভোটে অংশ নিয়েছেন সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মঙ্গলবার বিকেলে মোটর সাইকেল শোডাউনে বিজয় র্যালীর আয়োজন করে আদিতমারী উপজেলা আওয়ামীলীগ। সেই বিজয় র্যালীটি পুরো উপজেলার ৮টি ইউনিয়ন প্রদক্ষিন করার ঘোষনাও দেয়া হয় বলে আগত নেতাকর্মীদদের দাবি। তাই উপজেলার ৮টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী শত শত মোটর সাইকেল নিয়ে দুপুরের আগে আদিতমারী জিএস মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জড়ো হন নৌকার কর্মী সমর্থকরা।
বিজয় র্যালীর নামে ব্যাপক শোডাউন করার প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সহকারী রির্টানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী নৌকার প্রার্থী সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ফোনে শতর্ক করেন। পরে মোটর সাইকেল শোডাউন থেকে সড়ে আসেন নৌকার মাঝি সমাজকল্যান মন্ত্রী। পরে ওই মাঠে সংক্ষিপ্ত বক্তব্য রেখে পাঁয়ে হেঁটে বিজয় র্যালী করেন তিনি। তবে তার আগে আয়োজক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মন্ত্রীর সহকারী ব্যাক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন আচরন বিধি লঙ্ঘন হতে পারে তাই মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা বিজয় র্যালী স্বল্প পরিসরে ও পায়ে হেঁটে করব। নৌকার কোন স্লোগান না দিতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।
তবে অনুষ্ঠান শেষে মন্ত্রী সহকারী ব্যাক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান মিজান বলেন, আমাদের মন্ত্রী মহোদয় আইনের প্রতি খুবেই আস্থাশীল। শোডাউন করলে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন হতে পারে। তাই স্বল্প পরিসরে বিজয় র্যালী করা হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে আসন্ন নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সকলের কাছে আহবান জানান প্রধান অতিথি নৌকার মাঝি সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
শোডাউন বন্ধ করতে ফোন দেয়ার কথা স্বীকার করে সহকারী রির্টানিং কর্মকর্তা আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নূর - ই - আলম সিদ্দিকী বলেন, নির্বাচন কালিন সময় কোন প্রার্থী বা প্রার্থীর পক্ষে মোটর যান বা কোন যানবাহন ব্যবহার করে মিছিল বা শোডাউন করা বিধি সম্মত নয়। তাই জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার নির্দেশে বিষয়টি মন্ত্রী মহোদয়কে মোবাইলে জানানো হলে তিনি তা বন্ধ করে পায়ে হেঁটে র্যালী করেছেন।