স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ ‘মানবিকতায় অগ্রদূত ছাত্রলীগ’ শ্লোগানে বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী মেডিক্যাল কলেজ শাখার উদ্যোগে দুইশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন এ সময় উপস্থিত ছিলেন।