আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

রেলওয়ের ডিজির নামে ভুয়া আইডি খুলে টিকিট প্রতারণা॥ ডোমারে চক্রের একজন সদস্য গ্রেপ্তার

শুক্রবার, ৩১ মে ২০২৪, রাত ১১:১২

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ভুয়া আইডি খুলে ট্রেনের টিকিট পাইয়ে দেওয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ।  
শুক্রবার (৩১ মে) বিকালে প্রতারক চক্রের সদস্য ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে (২১) আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। সেই সাথে আদালতের কাছে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। 
এরআগে শুক্রবার সকালে ওয়াজকুরনী ওরফে সাব্বির নীলফামারীর ডোমার উপজেলা ভোগড়াবুড়ি ইউনিয়নের চিলাহাটির বড় জুম্মাপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সাব্বির ওই এলাকার মোস্তফা ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে। আর ওই আইডি থেকে ট্রেনের টিকিট পাইয়ে দেওয়াসহ রেলওয়ে চাকুরি দেয়ার নামে নানা প্রতারণামূলক কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অনলাইনে অর্থ হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্রের সদস্যরা। আইডিটি বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের নজরে আসলে তারা বিষয়টি রেরওয়ের ডিজিকে অবগত করেন। পরে তিনি সৈয়দপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 
এরপর ঘটনাটির তদন্তে নামে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। তারা ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে মহাপরিচালকের পরিচয়ে ভুয়া আইডিতে যোগাযোগ করে টিকিট ক্রয়ের কথপকথন করেন। পরে একটি বিকাশ নম্বর দিলে ওই প্রতারক চক্রের এক সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হয়। 
মোবাইল নম্বর ট্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার ভোরে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত রেডমি নোট ১০ লাইট মডেলের একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন ও একটি নকিয়া বাটন মোবাইল ফোন সেট সিমসহ জব্দ করা হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতারক চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য করুন


Link copied